রবিবার, ৮ই জানুয়ারি, ২০১৭ ইং ২৫শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

বাবার সাথে একই ফ্রেমে অভিনয়ে আগ্রহী আঁখি আলমগীর

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৭, ২০১৭

 

বিনোদন ডেস্ক :ছোটবেলায় বরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন পরিচালিত ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাত দে’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন নায়ক আলমগীরের সুযোগ্য উত্তরসূরী আঁখি আলমগীর।

 

আঁখি তখন চতুর্থ শ্রেনীর ছাত্রী এবং নায়ক হিসেবে আলমগীর তখন ১৬টি বছর পার করেছেন। কিন্তু বাবার আগেই আঁখি অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার খবরে যখন আলমগীর আঁখি’র জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবরটি শুনেন তখন আঁখিকে কাছে ডেকে খুব আদর করেন এবং আঁখি তার বাবাকে সেবারই জীবনে সবচেয়ে বেশি খুশি হতে দেখেছেন, সবচেয়ে বেশি আবেগাপ্লুত হতে দেখেছেন। কিন্তু তারপরও আঁখির আফসোস থেকে যায়। কারণ ‘ভাত দে’ চলচ্চিত্রে আঁখি নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। যে কারণে তার বাবার সাথে একই ফ্রেমে অভিনয় করার সুযোগ হয়নি। আঁখি তার মনের সুপ্ত বাসনার কথা বলতে গিয়ে বাবার সাথে একই ফ্রেমে অভিনয় করার প্রবল ইচ্ছের কথা জানালেন।

এদিকে সম্প্রতি আঁখি আলমগীর আলাউদ্দিন আলীর সুরে শহীদুল্লাহ ফরায়েজীর কথায় একটি গানে কন্ঠ দিয়েছেন। বিশ বছর পর আলাউদ্দিন আলীর সুরে গান গেয়েছেন আঁখি। আসছে বৈশাখে গানটি প্রকাশ পাবে। বিশ বছর আগে আলাউদ্দিন আলীর সুরে আগুনের সাথে ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রে গান গেয়েছিলেন। এদিকে আজ আঁখি আলমগীরের জন্মদিন। তার জন্মদিন উদযাপনের মধ্যদিয়েই তার পরিবারে জন্মদিন উদযাপন শুরু হয়। বছরের শুরুতেই তার জন্মদিন থাকায় সবসময়ই আঁখির জন্মদিন বেশ আয়োজনের মধ্যদিয়েই সবসময় করা হয়ে থাকে।

এবারের জন্মদিনে মিডিয়ার কিছু প্রিয় প্রিয় মানুষদের সাথে নিয়ে সেলিব্রেট করার ইচ্ছে ছিলো আঁখির । কিন্তু সেখান থেকেও এবার নিজে থেকে সবিনয়ে সরে দাঁড়ালেন আঁখি।

আঁখি আলমগীর বলেন, ইচ্ছে ছিল এবার কিছু প্রিয় মানুষদের সাথে নিয়ে সেলিব্রেট করার। কিন্তু শেষ পর্যন্ত আর করা হচ্ছে না। তবে এবারের জন্মদিনটি একেবারেই নিজের মতো করেই পরিবারের সাথে উদযাপন করবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার অবস্থান থেকে মানবতার জন্য কাজ করে যেতে পারি। কারণ আমি মনেকরি, শিল্পীর একসময় মৃত্যু হয়, কিন্তু মানবতার বা মনুষত্বের কোনো মৃত্যু নেই।

বিগত প্রায় বিশ বছর যাবত একই ধারাবাহিকতায় স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন আঁখি আলমগীর। আঁখি আলমগীর তার ১৯-তম একক অ্যালবামের কাজও এগিয়ে নিচ্ছেন। এরইমধ্যে কবির বকুলের লেখা এবং শওকত আলী ইমনের সুরে ‘ফাল্গুনে কৃষ্ণচূড়া’ গানের কাজ শেষ করেছেন।