সোমবার, ১লা মে, ২০১৭ ইং ১৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৬, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কলেজ শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় শিক্ষা ক্যাডার ও সামগ্রিক শিক্ষা ব্যাবস্থার মান সমুন্নত রাখতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিট। সোমবার সকালে স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ও ইউনিটের সাধারন সম্পাদক প্রফেসর এ এস এম শফিকুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইউনিটের সভাপতি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হানিফসহ ইউনিটের নেতৃবৃন্দ। এতে বিভিন্ন কলেজের কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জাতীয়করনকৃত শিক্ষকদের চাকরী সরকারী করা হোক এবং সে অনুযায়ী বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা তাঁরা পেতে পারেন তবে কোনো ভাবেই তাদেরকে ক্যাডারভুক্ত করা যাবে না। যদি এপদেক্ষেপ গ্রহণ করা হয় তাহলে দেশের ১৫হাজার ক্যাডারভুক্ত শিক্ষক কঠোর আন্দোলনের কর্মসূচির দিতে বাধ্য হবে।