রবিবার, ২৯শে জানুয়ারি, ২০১৭ ইং ১৬ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ফুসফুস বাদ দিয়ে বাঁচানো হলো যুবতীকে

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৮, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : শরীর থেকে সংক্রামিত ফুসফুস বাদ দিয়ে নিশ্চিত মৃত্যুর থেকে এক নারীকে সারিয়ে তুললেন কানাডার একদল ডাক্তার। ওই নারীর ফুসফুসে ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ হয়েছিল। কোনও অ্যন্টিবায়োটিকেই কাজ হচ্ছিল না। সংক্রমণ ছড়াচ্ছিল দ্রুত। অন্য অরগ্যানের কাজও ক্রমে স্তব্ধ হতে বসেছিল।

কানাডার ওই ডাক্তাররা পরে ঝুঁকি নিয়ে প্রথমেই বাদ দেন সংক্রামিত ফুসফুসটি। অস্থায়ীভাবে লাগিয়ে দেন কৃত্রিম ফুসফুস। তাতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন ওই যুবতী। ঠিক ছয় দিনের মাথায় ফুসফুসের ডোনার পাওয়ার পর কৃত্রিম ফুসফুস সরিয়ে ফেলা হয়।

কানাডার ওই ডাক্তারদের দাবি, সংক্রামিত ফুসফুস বাদ দিয়ে এমন অস্ত্রোপচার বিশ্বের আর কোথাও ঘটেনি। তারাই এই নজির গড়েছেন। তবে এই নজিরের থেকেও তাদের আনন্দ দিয়েছে অস্ত্রোপচারের সাফল্য। ওই নারীকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিতে পেরেছেন, তাতেই বেশি খুশি ডাক্তাররা।