বুধবার, ১লা ফেব্রুয়ারি, ২০১৭ ইং ১৯শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সব দেশের ভিসা ৯০ দিন স্থগিত থাকবে: ট্রাম্প

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩০, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী এবং মুসলিমদের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের পর এক্সট্রিম ভেটিং (ইমিগ্রেশন প্রক্রিয়ায় যাচাই-বাছাই) নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দমন করার চেষ্টা করছেন।

 

সম্প্রতি এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নিরাপদ নীতি অনুসরণের জন্য আগামী ৯০ দিন সব দেশের ভিসা ইস্যু স্থগিত রাখতে পারে।

তিনি আরও বলেন, ‘নিরাপদ নীতি পর্যালোচনা এবং বাস্তবায়নের প্রক্রিয়া একবার নিশ্চিত করা হয়ে গেলে আবারও যুক্তরাষ্ট্রে ভিসা ইস্যু প্রক্রিয়া শুরু করা হবে।’

অন্য এক বিবৃতে ট্রাম্প বলেন, শুধু মুসলিমদের নিষেধাজ্ঞার কথাটি সঠিক নয়। এটা সন্ত্রাসবাদ থেকে দেশকে মুক্ত রাখার প্রক্রিয়া। আর এই বিষয়টি মিডিয়া ভুলভাবে প্রচার করেছে বলেও তিনি অভিযোগ করেন। ট্রাম্প বলেন, ‘আরও ৪০টি মুসলিম প্রধান দেশ রয়েছে কিন্তু এই সিদ্ধান্তে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না।’

গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার এক নির্বাহী আদেশে সিরীয় শরণার্থী প্রবেশে বিধি-নিষেধ আরোপ করে এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।