g ইসির চাহিদা অনুসারে সব নির্বাচনে সহায়তা দিয়েছে সরকার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৪ঠা নভেম্বর, ২০১৭ ইং ২০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ইসির চাহিদা অনুসারে সব নির্বাচনে সহায়তা দিয়েছে সরকার

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১, ২০১৭

---

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পর্যন্ত অনুষ্ঠিত সকল নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) চাহিদা অনুসারে সরকার সব ধরনের সহায়তা দিয়েছে।

বুধবার সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাসদের সদস্য নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর বাসসের

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী বিভাগের কর্তব্য— একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকল নির্বাচনে নির্বাচন কমিশনের চাহিদানুযায়ী সরকার আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগসহ সব ধরনের সহযোগিতা প্রদান করেছে।

তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোটাররা ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, সেজন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পুলিশসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

শেখ হাসিনা বলেন, নির্বাচনোত্তর বিজয়ী-বিজিত প্রার্থী ও তার সমর্থকদের প্রতিক্রিয়া-সহিংসতায় উদ্ভূত অনাকাঙ্ক্ষিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিজয় মিছিলের বিষয়ে আচরণ বিধিমালা প্রতিপালনসহ তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে আইন- শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সকল ধরনের কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ায় নির্বাচিত দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচনকালীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারি ব্যক্তিবর্গের নির্বাচনী প্রচারণার বিষয়ে সুনির্দিষ্ট করে একটি আদর্শ আচরণ বিধিমালা প্রণয়ন করে।

তিনি বলেন, প্রথমবারের মতো দলীয়ভিত্তিতে অনুষ্ঠিত নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন দেশের জনগণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার নির্বাচন কমিশনের কাজকে আরো গতিশীল করার জন্য নির্বাচন কমিশনের নিজস্ব ভবন, কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিজস্ব ভবন এবং মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ করেছে।

 

samakal

এ জাতীয় আরও খবর