শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সাংবাদিককে ট্রাম্পের গলাধাক্কা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-এর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন চলাকালে বিবিসির প্রতিবেদককে বের করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়েবিভিন্ন মহলে সমালোচনা ঝড় বইছে।

এবার ভাইরাল নয়া মার্কিন প্রেসিডেন্টের আরেক কীর্তি। যেখানে প্রশ্ন করার জন্য এক সাংবাদিককে ধাক্কা দিয়ে বের করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভিডিওতে ওই সাংবাদিককে হুমকি দিতে শোনা যায় ট্রাম্পের নিরাপত্তারক্ষীদের।

নিরাপত্তারক্ষীদের একজন তাকে বলেন, আমাদের দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন না কেন? এমনই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে।

গত শুক্রবারই প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন ৭টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ অধিকার দেয়া হবে না। আরও বেশ কিছু মুসলিম দেশের নাগরিকদের ভিসা নিয়মের ক্ষেত্রে কড়াকড়ির সীমা বাড়িয়েছেন। এরপরই বিশ্বজুড়ে এর প্রতিবাদ শুরু হয়েছে। মার্কিন রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন অভিবাসীরা। ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে সংশয় প্রকাশ করেছে ভারতও।