শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

প্রতিবন্ধি আর পথ শিশুদের প্রতি ভালোবাসা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৪, ২০১৭

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া থেকে : বিশ্ব ভালোবাসা দিবস পালনে পিছিয়ে ছিলোনা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সংগঠন। তবে ব্যতিক্রম ছিলো ফেসবুক ভিত্তিক দুটি সংগঠন। তারা প্রতিবন্ধি আর পথ শিশুদের নিয়ে পালন করলো দিনটি। “বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে” সংগঠনটি জেলা পুলিশের সার্বিক সহায়তায় প্রতিবন্ধি শিশুদের নিয়ে নেচে গেয়ে দিনটি উদ্যাপন করে । এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। জেলার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। ওদিকে ডয়িং সামথিং ডিফারেন্ট ফর ব্রাহ্মণবাড়িয়া নামের আরেকটি ফেসবুক ভিত্তিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে প্রায় ৭৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করে। সারাদিনব্যাপী অনুষ্ঠানে ছিল কেক কাটা, গোলাপ ফুল ও বেলুন উপহার এবং চকলেট- মিষ্টিতে আপ্যয়ন। কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী নজরুল ইসলাম,নিহার রঞ্জন সরকার,সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু,শফিকুল ইসলাম,তরুন আইনজীবি সাদ্দাম হোসেন মিশু, সংগঠনের সদস্য নোমান মাহমুদ,রাফিউল ইসলাম। অনুষ্ঠানের উদ্দেশ্যে তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম কর্মকর্তা উত্তম কুমার মল্লিক।