g নাসিরনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৮ই অক্টোবর, ২০১৭ ইং ৩রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৫, ২০১৭

---

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সমিতির সভাপতি ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক অরবিন্দু গোপের পরিচালনায় আজ শনিবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি কাজী আতাউর রহমান গিলমান। সমিতির সাধারণ সম্পাদক ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু গোপ ত্রিবার্ষিক প্রতিবেদন পাঠ করেন। নাসিরনগরের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০জন শিক্ষক কর্মচারী সম্মেলনে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ,বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বীশ রঞ্জন পোদ্দার,সৈয়দ গোর্কণ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব,সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল আমিন,জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম,গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাবিবুর রহমান আজাদ,চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিজুল ইসলাম,শ্রীঘর এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমূখ। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সরকারের কাছে দাবি জানান। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমানকে সভাপতি ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু গোপকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর