বৃহস্পতিবার, ১৩ই জুলাই, ২০১৭ ইং ২৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে চমকের চমকে ধন্য ৬শিক্ষক ও ৩৬ শিক্ষার্থী

AmaderBrahmanbaria.COM
মার্চ ৩, ২০১৭

---

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের সেচ্ছাসেবী সংগঠন। নাম চমকসমাজ উন্নয়ন সংস্থা। চমক মানে ‘চল মঙ্গল করি’। “হাত ধরে এগিয়ে যাই” এশ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে তারা। অজপাড়া গাঁয়ের এ সংগঠনটিদীর্ঘদিন ধরে গুনীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। এবারও এরব্যতিক্রম হয়নি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানেরমাধ্যমে ওই এলাকার অবসরপ্রাপ্ত ৬ শিক্ষক ও ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয়সংবর্ধনা। সেই সাথে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী। আয়োজনেসহযোগীতা করে আনন্দিত হয়েছেন ওই গ্রামের সন্তান আশুগঞ্জ উপজেলার মাধ্যমিকশিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন। চমকের সংবর্ধনা ও উপহার পেয়ে আবেগেআপ্লুত হয়ে পড়েন ১৯৯৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক বর্তমানে বয়সেরভারে ন্যুজ মোঃ আমীর হোসেন। তিনি বলেন, জীবন শেষের দিকে। ৩০ বছর চাকুরীকরেছি। এমন সম্মান পায়নি। আজ আমার জীবন ধন্য। কারন চমকের চমকে এমপি’র হাতথেকে পুরস্কার নিলাম। মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত এ ক্ষণটা আমার মনে থাকবে।

মেধাবী শিক্ষার্থী পাপিয়া আক্তার ও মোঃ মিলন মিয়া অনুভূতি ব্যক্ত করে বলে, আমরানিজেদের গর্বিত মনে করছি। পড়লে মূল্যায়ন আছে। খুবই ভাল লাগছে। বারবার এমনআয়োজন করলে ভাল হবে। চমক পরিবারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায়। সংগঠনেরসম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ সুজন আলীরসভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদসদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সমাজকল্যাণসম্পাদক ছারোয়ার আলম খান। বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃজহিরুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন,চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, সাবেক চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান,মুক্তিযোদ্ধা মোঃ আরব আলী, সরাইল প্রেসক্লাবের সম্পাদক বদর উদ্দিন ও জাপা নেতা মোঃ জাহাঙ্গীর আলম। মাহবুব খান বাবুল, ০৩-০৩-১৭ সংযুক্ত- অনুষ্ঠানের ছবি।

এ জাতীয় আরও খবর