g এভাবে পানি খান, রোগ থাকবে দূরে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৮শে অক্টোবর, ২০১৭ ইং ১৩ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

এভাবে পানি খান, রোগ থাকবে দূরে

AmaderBrahmanbaria.COM
মার্চ ২৩, ২০১৭

---

স্বাস্থ্য ডেস্ক : পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। ডাক্তাররাও বলে থাকেন, দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি খেতে। কিন্তু জানেন কি? ঠিক কীভাবে পানি খেলে রোগ থেকে থাকবেন দূরে ৷ শুধু তাই নয়, সব সময়ই থাকবেন ফ্রেশ !

১) শরীরের অতিরিক্ত মেদ কমাতে তো অনেক কিছুই করেছেন ৷ এবার না হয়, রোজ সকালে উঠে উষ্ণ পানি পান করুন ৷ সঙ্গে লেবুর রসও মেশাতে পারেন ৷ উষ্ণ পানি শরীরের মেদ কমাতে সাহায্য করে ৷ এক সপ্তাহেই তফাৎ বুঝবেন ৷

২) সর্দি, কাশিতে যাঁরা নিয়মিত ভুগে থাকেন ৷ তাঁদের জন্য উষ্ণ পানি খুবই উপকারি ৷ রাতে শোয়ার আগে এক গ্লাস উষ্ণ পানি পান করে ঘুমিয়ে পড়ুন ৷ দেখবেন সুস্থবোধ করবেন ৷

৩) শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে উষ্ণ পানি ৷ নিয়মিত উষ্ণ পানি পান করলে, বয়স থাকবে আটকে ৷

৪) ব্রন, ফুসকুরির সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্যও উষ্ণ পানি খুবই ভালো ৷ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ পানি পান করলে ব্রন-র সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ৷

৫) চুল পড়া, অকালপক্কতা, খুসকি থেকে মুক্তি দিতে সাহায্য করে উষ্ণ পানি ৷ চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করে ৷

৬) মানসিক অবসাদে ভুগছেন ? উষ্ণ পানি এক চামচ মধু মিশিয়ে পান করুন ৷ দেখবেন ভালো বোধ করবেন ৷

৭) হজমের সমস্যা দূর করতেও সাহায্য করে উষ্ণ পানি !

এ জাতীয় আরও খবর