g নাসিরনগরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ফসল পানির নিচে ॥ নৌকা ডুবিতে নিখোঁজের সন্ধ্যান ৪দিনেও মেলেনি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ফসল পানির নিচে ॥ নৌকা ডুবিতে নিখোঁজের সন্ধ্যান ৪দিনেও মেলেনি

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৪, ২০১৭

---

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : গত কয়েকদিন ধরে প্রতিনিয়িত বৃষ্টি ও হবিগঞ্জ থেকে পাহাড়ি ঢলের পানি চলে আসায় নাসিরনগর উপজেলায় বিভিন্ন হাওরের কাচাঁপাকা ইরি-বোরো জমিগুলোর ফসল তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নে টানা কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ২’শ হেক্টর ইরি-বোরো জমির ধান পানির নিচে রয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মেদির হাওর,গোয়ালনগর ইউনিয়নের উত্তরগাভের হাওর,পাতলপুর হাওর,ভলাকুট ইউনিয়নের লঙ্গণ হাওর ও চাতলপাড় ইউনিয়নের বাগাইয়া হাওরে একমাত্র বোরো ফসল তলিয়ে গেছে। একাধিক হাওরে সরজমিনে ঘুরে দেখা গেছে, পানিতে ডুবিয়ে কৃষকরা কাচাঁপাকা ধান কাঁটছে। মুখের গ্রাস একমাত্র বোরো ধান হারিয়ে কৃষক পরিবারে চরম হতাশা ও অসহায়ত্ব দেখা দিয়েছে। কী করে যে তারা পরিবারের জীবিকা নির্বাহ করবে তা ভেবে পাচ্ছেন না বলে কৃষকরা জানায়। এবছর তারা ব্যাপক ক্ষতির আশংকা প্রকাশ করেছে। এদিকে গত শনিবার দুপুরে অষ্ট্রগামের বাঙ্গালপাড়া ইউনিয়নের লাইড়া গ্রামের কৃষক শহীদ মিয়া(৩২) নৌকা দিয়ে চাতলপাড় বাজারে আসার পথে পানির  নৌকা ডুবে যায়। ঘটনার ৪দিনেও এরির্পোট লেখা পযর্ন্ত তার সন্ধ্যান মেলেনি। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান জানায় আংশিক ও সম্পূণ মিলে ২‘শ হেক্টর জমির ফমল ক্ষতি হয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমান অনেক বেড়ে যাবে। তবে এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর