রবিবার, ৭ই মে, ২০১৭ ইং ২৪শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

দুই সেনা সদস্যের অঙ্গচ্ছেদ দাবি ভারতের, অস্বীকার পাকিস্তানের

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-অধিকৃত কাশ্মিরে হামলা চালিয়ে দুই ভারতীয় সেনা সদস্য হত্যা এবং তাদের দেহ বিকৃত করার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের আন্তঃসরকার জনসংযোগ (আইএসপিআর) বিষয়টি অস্বীকার করে।

আন্তঃসরকার জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, পাকিকস্তান সেনাবাহিনী কখনোই কোনো জওয়ানকে অসম্মান করে না। এমনকি ভারতীয়দেরও নয়। সোমবার যে দুই ভারতীয় জওয়ানের দেহ বিকৃত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তা ঠিক নয়। পাকসেনা কোনো ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করেনি।

অন্যদিকে ভারতীয় মিডিয়ায় দাবি করা হয়, সোমবার কাশ্মিরের পুঞ্চে সংঘর্ষবিরত চুক্তি লঙ্ঘন করে পাকসেনা হামলা চালালে নিহত হয় ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার এবং বিএসএফের হেড কনস্টেবল। অভিযোগ, এরপর ভারতীয় সীমানায় ঢুকে ওই দুই সেনার অঙ্গচ্ছেদ করে পাকসেনারা।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিনাপ্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুঞ্চের কৃষ্ণ ঘাঁটি সেক্টরে, লাইন অফ কন্ট্রোলে এই হামলা চালানো হয়েছে। বিনা প্ররোচনাতেই রকেট ও মর্টার ছোড়ে পাকসেনা। তাতে ঘায়েল হয়েই দুই ভারতীয় জওয়ান নিহত হন। সূত্র : ডন