শুক্রবার, ২রা জুন, ২০১৭ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

পানামার প্রাক্তন স্বৈরশাসকের মৃত্যু

AmaderBrahmanbaria.COM
মে ৩০, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক : পানামার প্রাক্তন স্বৈরশাসক জেনারেল ম্যানুয়েল অ্যান্তোনিও নরিয়েগা মারা গেছেন। সোমবার রাতে ৮৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্প্রতি নরিয়েগার মস্তিস্কে অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকে তিনি রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন।

১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন নরিয়েগা। দক্ষিণ আমেরিকায় সমাজতন্ত্রের অগ্রযাত্রা ঠেকাতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন তিনি। তবে ১৯৮৯ সালে প্রেসিডেন্ট বুশের আমলে পানামায় অভিযান চালিয়ে নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদকপাচারকারীদের সঙ্গে সম্পর্ক রাখতেন এবং বিরোধীদের দমনে হত্যা-নির্যাতন চালাতেন।

গ্রেপ্তারের পর মাদক পাচার, হত্যা, অর্থ পাচার ও নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে নরিয়েগার বিচার হয়। সেখানেই তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গত জানুয়ারিতে মস্তিস্কে অপারেশনের জন্য তাকে মুক্তি দিয়ে পানামায় গৃহবন্দীর আদেশ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর