g রোমাঞ্চিত টাইগাররা প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৭ই আগস্ট, ২০১৭ ইং ২রা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

রোমাঞ্চিত টাইগাররা প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে বাদে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি সাফল্য বাংলাদেশের। শুক্রবার সেই নিউজিল্যান্ডই টাইগারদের প্রতিপক্ষ। জিতলেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার উজ্জ্বল সম্ভাবনা। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা বলেই বাংলাদেশ দল একটু বেশি রোমাঞ্চিত।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও ধরা পড়লো উত্তেজনা, ‘কালকের ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রোমাঞ্চ কাজ করছে। ড্রেসিংরুমে আমি তা স্পষ্ট বুঝতে পারছি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা অনেক ম্যাচ জিতেছি। এ ধরনের টুর্নামেন্টের দিকে সবার দৃষ্টি থাকে। তাই এ ম্যাচে জিতলে আনন্দ বহু গুণ বেড়ে যাবে। আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা দেওয়ার।’

অবশ্য শুধু কিউইদের হারালেই চলবে না, পরদিন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ও কামনা করতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে মাশরাফির ভাবনা, ‘সেমিফাইনালে যাওয়ার জন্য দুটি স্টেজ। প্রথমত আমাদের ভালো খেলে জিততে হবে। এরপর অস্ট্রেলিয়া কী করে, সেদিকে তাকিয়ে থাকতে হবে। তবে আমাদের এখন উচিত শুধু নিজেদের ম্যাচ নিয়ে চিন্তা করা। কাল ভালো খেলে জিততে পারলে, সেমিফাইনালে না গেলেও বড় স্টেজে বড় কোনও দলকে হারানোর আনন্দ নিয়ে দেশে ফিরতে পারবো। এই প্রাপ্তিও কম নয়।’

সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের দারুণ সাফল্য। সর্বশেষ ১৪ ম্যাচে টাইগাররা জিতেছে ৮টি, কিউইদের জয় ৫টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। মাশরাফির ধারণা, কার্ডিফে এই পরিসংখ্যান বাংলাদেশকে অনুপ্রাণিত করবেই, ‘গত কয়েক বছরে আমরা ওদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি, যার মধ্যে বেশিরভাগ ম্যাচই আমরা জিতেছি। প্রত্যেক ম্যাচেই আমাদের লক্ষ্য থাকে জয়। শুক্রবার আমাদের লক্ষ্য সেরা ক্রিকেট খেলা। আর সেটা খেলতে পারলেই ফলাফল আমাদের পক্ষে আসবে।’

আগের দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে মাশরাফির বিশ্লেষণ, ‘ইংল্যান্ডে আসার আগে আমরা জানতাম, এখানে প্রত্যেক ম্যাচেই হারতে পারি। কারণ এখানকার আবহাওয়া-কন্ডিশন সব কিছুই আমাদের বিপক্ষে। আমাদের দলে ৬-৭ নম্বরে তেমন আক্রমণাত্মক ব্যাটসম্যান নেই। আমি আগেও বলেছি, এখানে ক্রিকেট খেলা এতো সহজ নয়। অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা হয়তো ২৫০ রান করতে পারতাম। সাকিব দুর্ভাগ্যবশত আউট হয়ে যাওয়ায় তা হয়নি। তবে টিম খারাপ খেলছে এটা বলা ঠিক হবে না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশ নিয়ে কিছুটা সংশয়েই বাংলাদেশ অধিনায়ক, ‘উইকেট দেখেই একাদশ গড়া হবে। পাঁচ বোলার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে আমাদের। তবে এই মুহূর্তে একাদশ বলা সম্ভব নয়। শুধু বলতে পারি, কাল আমরা সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামবো। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই, যথেষ্ট রান করতে চাই।’

এ জাতীয় আরও খবর