g সেনা সদস্যদের মরদেহ ঢাকায় | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

সেনা সদস্যদের মরদেহ ঢাকায়

AmaderBrahmanbaria.COM
জুন ১৪, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : পাহাড়ধসে রাঙামাটির মানিকছড়িতে দুই কর্মকর্তাসহ নিহত চার সেনা সদস্যের মরদেহ ঢাকায় আনা হয়েছে। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে তাদের মরদেহ ঢাকায় আনা হয়।

নিহতরা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহিন আলম।

বাদ যোহর সেনাকুঞ্জ মসজিদে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া একই ঘটনায় আহত সেনা সদস্যদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার হেলিকপ্টারযোগে তাদের ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড়ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় মঙ্গলবার দুই কর্মকর্তাসহ চার সেনাসদস্য নিহত হন। ওই ঘটনায় আরও ১০ সেনা সদস্য আহত হয়েছেন এবং সৈনিক মো. আজিজুর রহমান এখনও নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া পার্বত্য এলাকার তিন জেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

এ জাতীয় আরও খবর