সোমবার, ১৯শে জুন, ২০১৭ ইং ৫ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

শাহজালালে ৭৭ লাখ টাকার বিদেশী মুদ্রা জব্দ

AmaderBrahmanbaria.COM
জুন ১৬, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী এক যাত্রীর সবজির ব্যাগের ভেতর থেকে ৭৬ লাখ ৫৮ হাজার ১২৩ টাকার বিদেশী মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার সকালে মুদ্রাসহ তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি করে জানান, আটক মো. মোতালেব (৫০) নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসিন্দা। বাংলাদেশ বিমানে বিজি ০৮৪ ফ্লাইটে করে সিঙ্গাপুর যাচ্ছিলেন মোতালেব। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। এরপর শাহজালালের কাস্টমস হলে নিয়ে তল্লাশি করে ব্যাগের ভেতরে বিশেষভাবে লুকিয়ে (সবজির ভেতর) রাখা সৌদি রিয়াল, দিরহাম, ব্রুনাই রিংগিত, থাই বাথ, সিংগাপুর ডলার, ইউএস ডলার, চাইনা ইউয়ান মুদ্রা উদ্ধার করা হয়। এসব মুদ্রা সবজির ব্যাগের নিচে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে আটক মোতালেবকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনগতও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান মইনুল।