বৃহস্পতিবার, ২২শে জুন, ২০১৭ ইং ৮ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

তিনি কি সত্যিই শিক্ষক! (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
জুন ১৭, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : শিক্ষাদানের মহান ব্রত যার কাজ তাকেই শিক্ষক বলে। অথচ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের আচরণ সাধারণ জনগণকে অবাক করেছে। ওই শিক্ষকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ফেসবুকেও ভাইরাল হয়ে গেছে। ফলে এখন সবার প্রশ্ন ‘তিনি কি সত্যিই শিক্ষক’! কেননা একজন শিক্ষক কীভাবে একজন পিতার বয়সী গণপরিবহন চালকের সঙ্গে এমন আচরণ করতে পারেন? তাই শিক্ষক পরিচয় দেওয়া ওই ব্যক্তি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিনা তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি (শিক্ষক) বলছেন, পুলিশ ডাকলে তোরে মাইরা ফাটাইয়া ফালাইব। ভেতরে যিনি বসে আছেন তিনিও শিক্ষক, আমিও শিক্ষক। তোর গাড়ি ভাইঙ্গা তুলে দিব আমি। রাস্তার মাস্তান না, ঢাকার মাস্তান আমরা। তুই গাড়িটা লাগাইছস, তুই স্বীকার কর, গাড়িটা লাগাইছি। পায়ে ধইরা মাফ চা। ……এরপর ওই ব্যক্তি ‘শিক্ষকের’ পা ধরে জনসমক্ষে ক্ষমা চাইলে ওই ‘শিক্ষক’ তাকে মাফ করেন ও ছেড়ে দেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যার কাছ থেকে পাওয়া এই ভিডিওটি তিনি তার ওয়ালে লেখেন- ‘শিক্ষক জাতিকে কলঙ্কিত করলেন আপনি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছে এই জঘন্য ব্যবহার আশা করিনি। ‘

‘বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর প্রশ্ন, শিক্ষক মানেতো মানুষ গড়ার কারিগর তাইনা? তাহলে আপনার থেকে আমরা কি শিখবো স্যার? আপনি না শিক্ষক? তাহলে আপনি আবার মাস্তান হলেন কিভাবে? আপনার বাবার বয়সী একজন ড্রাইভারকে কিভাবে আপনার পায়ে ধরালেন স্যার? মানলাম এই বাস চালকের অপরাধ। কিন্তু তাই বলে কি এই চালক মানুষ না? ওনাকে কি আপনার মানুষ মনে হয়নি স্যার? স্যার আপনি যদি মাস্তান হন তাহলে আমরা কি হব স্যার? স্যার আপনি দয়া করে কোথাও শিক্ষক এর পরিচয় দিয়েন না স্যার, যদি দেন তাহলে যে আমাদের শিক্ষক জাতির অপমান হবে স্যার। ‘