g ঈদে আপ্যায়নে গায়মাত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ঈদে আপ্যায়নে গায়মাত

AmaderBrahmanbaria.COM
জুন ২৪, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : ঈদে মজাদার খাবার তৈরি করার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। যা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধন আপ্যায়নে আনে বৈচিত্র্য। এমনই এক খাবারের নাম ‘গায়মাত’। ঘরে খুব সহজেই তৈরি করতে পারেন এ খাবার। এই গায়মাত তৈরির রেসিপি দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলের শেফ মঞ্জুর রশিদ।

উপকরণ :
ময়দা : দেড় কাপ
কর্ণফ্লাওয়ার : ১ চা চামচ
ইস্ট: ১ চা চামচ
ডিম : ১টি
চিনি : ১ চা চামচ
কুসুম গরম পানি : পরিমাণ মতো
সিরার জন্য চিনি : ২ কাপ
পানি : ১ কাপ

প্রস্তুত প্রণানি : একটি পাত্রে ময়দা ঢেলে ইস্ট, কর্ণফ্লাওয়ার, চিনি ও পরিমাণমতো কুসুম গরম পানি দিয়ে হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে খামির তৈরি করে নিতে হবে। খামিরটি যেন জিলাপির খামিরের মতো হয়। খামিরটিকে ১০ মিনিট বাতাস যেন না ঢুকতে পারে সেভাবে মুড়িয়ে রেখে দিতে হবে।

১০ মিনিট পর খামির থেকে এক চামচ পরিমাণ নিয়ে ডুবো তেলে ছাড়ুন। এভাবে একসঙ্গে বেশ কয়টি টুকরো ভাজতে হবে। ভাজা হলে চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিন। ছাকনি দিয়ে তুলে নিন সিরা থেকে। এবার পছন্দ মতো ডেকোরেশন করে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

  • টুপি জায়নামাজ ও আতর
  • সস্তায় ঈদ কেনাকাটায় ভারতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন বাংলাদেশি ক্রেতারা
  • খুশির ঈদে মেহেদি রাঙা হাত
  • ঈদের আগে ঘরে বসেই চুল স্ট্রেইট করতে চান? শিখে নিন ভিডিওতে
  • ঈদের সাজের প্রস্তুতি
  • ঈদের সাজ পোশাক
  • মেহেদির রং গাঢ় হওয়ার দারুণ কার্যকরী ৫ কৌশল
  • ঈদের দিনের বিশেষ খাবার
  • মেহেদির নকশায়…
  • কিভাবে সহজ করে তুলবেন ঈদে রান্নার কাজ গুলো?
  • ঈদে মজার রেজালা রাঁধার সবচাইতে সহজ রেসিপি
  • ঈদে মোরগ দোপেয়াজা