g শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের চ্যালেঞ্জ- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২৭শে আগস্ট, ২০১৭ ইং ১২ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের চ্যালেঞ্জ- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৫, ২০১৭

---

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর ডিগ্রি কলেজের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ¦ মোহাম্মদ ছায়েদুল হক এমপি। আজ শনিবার দুপুরে ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে শেষে কলেজ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ¦ মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেন সরকার শিক্ষার আমুল পরিবর্তনে নানামুখি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।

শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে সর্বাধিক গুরুত্ব দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বেসরকারী স্কুল,কলেজ ও প্রাইমারী স্কুলকে জাতীয় করণ করছে। কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে প্রভাষক প্রার্থ প্রতীম সৌমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,গোর্কণ ইউপি চেয়ারম্যান হাছান খাঁন,ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,কলেজ পরিচালনা কমিটির সদস্য হাজ্বী আবদুল বাকী, সদস্য ও প্রধান শিক্ষক আবদুর রহিম,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা,যুগ্ম আহবায়ক অমর চন্দ্র ভট্রার্চায। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মাইনুদ্দিন ভুইয়া শান্ত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ করা হবে বলে অধ্যক্ষ মোঃ আলমগীর জানান।

 

এ জাতীয় আরও খবর