g আলোচনায় বসতে উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে : যুক্তরাষ্ট্র | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১১ই আগস্ট, ২০১৭ ইং ২৭শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আলোচনায় বসতে উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে : যুক্তরাষ্ট্র

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৭, ২০১৭

---

আন্ততর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সাথে দ্রুত আলোচনায় ফেরার কথা উড়িয়ে দিয়ে বলেছেন, দেশটির ওপর নতুন এই নিষেধাজ্ঞা এটাই প্রমাণ করে যে পিয়ংইয়ংয়ের পারমানবিক কর্মসূচি নিয়ে বিশ্বের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নিরাপত্তা ফোরামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোমবার টিলারসন বলেন, পিয়ংইয়ং তাদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করলেই কেবল ওয়াশিংটন তাদের সাথে আলোচনায় বসার কথা বিবেচনা করবে। ম্যানিলায় ফোরামের ফাঁকে দুই কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে রোববার ব্যতিক্রমী এক বৈঠকের পর টিলারসন এসব কথা বলেন।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে ভোটাভুটি হয়। সেখানে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা প্রস্তাবটি পাস হয়। যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করে। উল্লেখ্য, গত মাসে উত্তর কোরিয়া আন্ত:মহাদেশীয় দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। এএফপি।

এ জাতীয় আরও খবর