g রায়ের আগেই সিদ্ধান্ত হয়েছিল : নওয়াজ শরীফ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১১ই আগস্ট, ২০১৭ ইং ২৭শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

রায়ের আগেই সিদ্ধান্ত হয়েছিল : নওয়াজ শরীফ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৭, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিযোগ করেছেন যে তাঁকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত পানামা পেপারস মামলার রায়ের আগেই নেয়া হয়েছিল।

সোমবার এক টেলিভিশন সঞ্চালকের সঙ্গে আলাপকালে নওয়াজ শরীফ এ অভিযোগ করেন। তিনি বলেন, যৌথ তদন্ত দলের সদস্যরা মনোনীত হয়েছিলেন হোয়াটসআপ-এর সাহায্যে। নইলে সামরিক গোয়েন্দা ও আন্তঃবাহিনী গোয়েন্দা বাহিনীর (আইএসআই) সদস্যরা তো কখনো কোনো তদন্ত দলে অন্তর্ভুক্ত হন না!

নওয়াজ শরীফ বলেন, আমি ক্ষমতায় থাকাকালে কখনো কোনো দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার করিনি। মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারকরাও সে কথা স্বীকার করেছেন।

তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটি মানুষের ম্যান্ডেটপ্রাপ্ত একজনকে পাঁচজন ”মহান” ব্যক্তি ছুঁড়ে ফেললেন, এ কাজটা ঠিক হলো না। দেশকে যেভাবে চালানোর চেষ্টা হচ্ছে, সেভাবে দেশ চালানো যাবে না।

মামলাকালে বিচারকদের মন্তব্যে ”মর্মাহত” হয়েছেন উল্লেখ করে নওয়াজ শরীফ বলেন, এমনকি একজন বিচারক এও বলেছেন, প্রধানমন্ত্রীর জানা উচিত যে আদিয়ালা কারাগারে জায়গার কোনো অভাব নেই। এমন মন্তব্য একজন বিচারককে মানায় না।

এ জাতীয় আরও খবর