g বালিতে শহর গড়তে চলেছে সৌদি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১১ই আগস্ট, ২০১৭ ইং ২৭শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

বালিতে শহর গড়তে চলেছে সৌদি

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৮, ২০১৭

---

অনলাইন ডেস্ক : শেষ হয়ে আসছে তেল। এরপরে কী হবে উপার্জনের পথ। এরই মধ্যে সেই উপায় ভেবে ফেলেছে সৌদি আরব। তেলের বিকল্প উপার্জন হিসেবে তারা বেছে নিয়েছে মরুভূমির বালিকে। ভাবা মাত্রই কাজ শুরু। ইতিমধ্যে সেই মরুভূমিতে শহর তৈরির পরিকল্পনাও সেরে ফেলেছেন তাঁরা।

জানা গেছে, পরিকল্পনামত এলাকা চিহ্নিতও করা হয়ে গেছে। গত মাসেই সৌদি মরুভূমিতে শহর তৈরির দুটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দুটি শহরের তৈরির জন্য যে বিপুল পরিমাণ মরুভূমি চিহ্নিত করা হয়েছে, যার একটির আয়তন বেলজিয়ামের থেকে বেশি, দ্বিতীয়টির আয়তন প্রায় মস্কোর সমান।

দুটিতেই একাধিক বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। যাতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বিনোদন, শিল্প, পর্যটন, অর্থিক আদানপ্রদানে। প্রায় ৬ হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করা হবে শহরদুটি তৈরিতে।

আবু ধাবি কমার্শিয়াল ব্যাঙ্ক পিজেএসসির প্রধান অর্থনীতিবিদ মণিকা মালিক জানিয়েছেন, অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে প্রকল্পদুটির কাজ। তেলের দাম পড়ার থেকেও ধীর গতিতে চলছে কাজ।

এ জাতীয় আরও খবর