g সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই: শি জিনপিং | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৬ই আগস্ট, ২০১৭ ইং ১লা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই: শি জিনপিং

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৪, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রে। চলছে পাল্টাপাল্টি হুমকি।

তবে বিশ্বনেতাদের মতে আলোচনার মাধ্যমেই সমস্য সমাধান করতে হবে। আর তারই জের ধরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযত থাকতে বললেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার মৌখিক যুদ্ধ ঘোষণায় চীনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠলে ট্রাম্পের সাথে এমন পরামর্শ দেন জিনপিং।

এ ব্যাপারে চীনের সরকারি গণমাধ্যম সূত্রে জানা যায়, কোরীয় সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে সব সময়ই ‍প্রস্তুত বেইজিং। কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখতে দু’দেশের অবিলম্বে উস্কানিমূলক কথাবার্তা বলা বন্ধ করা উচিত। এছাড়া এ ধরনের সমস্যার সমাধানে কূটনৈতিক আলাপের বিকল্প নেই উল্লেখ করে দু’দেশের নেতাদের আলোচনায় বসার আহ্বান জানান শি জিনপিং।

উল্লেখ্য, জাতিসংঘে উত্তর কোরিয়ার রপ্তানির উপর নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র। এর জেরে দু’দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে নতুন এক ঘোষণায় বলেন, আগস্টের মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে হামলার পরিকল্পনা করছে তারা। ওই এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি প্রদান করা হয়।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস মেটিস সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার সাথে সামরিক সংঘর্ষ সর্বনাশা হবে।

এ জাতীয় আরও খবর