g খাদ্যশস্যের ঘাটতি ২০ লাখ মেট্রিক টন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৩১শে আগস্ট, ২০১৭ ইং ১৬ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

খাদ্যশস্যের ঘাটতি ২০ লাখ মেট্রিক টন

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৮, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : কম্বোডিয়া থেকে চাল আমদানি করার বিষয়ে ৫ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় প্রতি বছর সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন চাল আমদানি করা যাবে। বর্তমানে জানুয়ারি পর্যন্ত ২০ লাখ মেট্রিক টন খাদ্য শস্যের দরকার হবে। এর ভেতরে চাল ১৫ লাখ এবং গম ৫ লাখ মেট্রিক টন। ১৫ লাখ মেট্রিক টন চাল কম্বোডিয়া থেকে আমদানির প্রক্রিয়া চলছে। আর ইউক্রেন এবং রাশিয়া থেকে ৫ লাখ মেট্রিক টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক ‘চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

এ বিষয়ে শফিউল আলম বলেন, আগে এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন ছিল। মন্ত্রীসভা এ আইনের খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে।
এছাড়া মন্ত্রীসভা ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়েছে বলেও জানান শফিউল আলম।

তিনি আরও জানান, বৈঠকে নায়করাজ রাজ্জাক, যশোরের সাবেক এমপি খান টিপু সুলতান এবং ফুটবলার শামসুল আলম মোল্লার মৃত্যুতে ৩টি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এ জাতীয় আরও খবর