g চুল পড়া বন্ধ করতে চকলেট! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৩১শে আগস্ট, ২০১৭ ইং ১৬ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

চুল পড়া বন্ধ করতে চকলেট!

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৯, ২০১৭

---

অনলাইন ডেস্ক : চকলেট কি শুধুই খাবার। এটি কি শুধু আপনার মনই ভালো করে? চুলকে সুস্থ রাখতেও মাথায় দেওয়া যাবে চকলেট। সবাই যখন প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিয়ে ভাবছেন, ঠিক এমন সময়ে লেবাননের দুই নরসুন্দর নতুন এক পদ্ধতি বের করেছেন। তাঁরা চুল পড়া বন্ধ করতে চুলে চকলেট লাগাচ্ছেন। দেশটির একটি সংবাদমাধ্যম দ্য ৯৬১ এমনই খবর জানিয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতের আবেদ ও সামের বিউটি সেলুনে চুলে চকলেট ব্যবহার করা হচ্ছে। সেলুনটির দাবি, চুলে চকলেট লাগানো বেশ কার্যকর ও স্বাস্থ্যসম্মত।

সেলুনের নরসুন্দররা জানান, চুলে বিভিন্ন রাসায়নিক ব্যবহার ক্ষতিকর হতে পারে। এ ছাড়া চুলে চকলেট লাগালে প্রাকৃতিক উপায়ে ভালো ফল পাওয়া যাবে। লেবাননে এর চাহিদা দিন দিন বাড়ছে।

এদিকে চিকিৎসকরাও পরামর্শ দিয়ে থাকেন, চুলে বিভিন্ন পদার্থ ব্যবহারের ফলে ক্যানসার হতে পারে।

গত বছর ওই নরসুন্দররা নোসিলা দিয়ে চুল রং করা শুরু করেন। এরই মধ্যে ইন্টারনেটে এই নিয়ে ব্যাপক মাতামাতি লক্ষ করা গেছে। নোসিলা দিয়ে চুল রং করলে দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হয়। চুলে রাসায়নিক পদার্থ লাগানোর চেয়ে নোসিলা বেশি ভালো।

এ জাতীয় আরও খবর