g যে ৩ কারণে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সুচি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৩১শে আগস্ট, ২০১৭ ইং ১৬ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

যে ৩ কারণে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সুচি

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৯, ২০১৭

---

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারের অং সান সুচি ১৯৯১ সালে নোবেল পুরস্কার পান। তবে তিনি যখন নোবেল পুরস্কার পান, তখন তিনি গৃহবন্দি হিসেবে ছিলেন।

সুচি’র আন্দোলনের ইতিহাস বেশ দীর্ঘদিন। নোবেল কমিটি অং সান সুচিকে নোবেল দেওয়ার পেছনে যে ৩ কারণ উল্লেখ করেন আমাদের আজকের এই প্রতিবেদনে তা তুলে ধরা হল-
১। নরওয়ের নোবেল কমিটি সিদ্ধান্ত নিয়েছে ১৯৯১ সালের নোবেল শান্তি পুরস্কার অং সান সু চিকে (মিয়ানমার) দেওয়া হবে। এটি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য তার অহিংস সংগ্রামের জন্য দেওয়া হচ্ছে।

২। তিনি নিপীড়নের বিরুদ্ধে একজন আদর্শ হিসেবে পরিণত হয়েছেন।

৩। ১৯৯১ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পাশাপাশি নোবেল কমিটি অং সান সু চিকে সম্মান জানাতে চায় বিশ্বের বহু মানুষের গণতন্ত্রের জন্য সংগ্রাম মানবাধিকার ও জাতিগত শান্তি বজায় রাখায় তার শান্তিপূর্ণ সমর্থন ও অবিরত প্রচেষ্টার জন্য। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর