g ৯৩ হাজার নাগরিককে ফেরাতে ইইউর সঙ্গে একমত বাংলাদেশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৯ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৫শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

৯৩ হাজার নাগরিককে ফেরাতে ইইউর সঙ্গে একমত বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৭

---

নিউজ ডেস্ক : ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে বসবাসকারী ৯৩ হাজার নাগরিককে ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ও ইউরোপীয় কমিশনের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।

ইইউ প্রতিনিধি দলের সফরে মূলত ইউরোপের দেশগুলোতে অবৈধ বা অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানো সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চূড়ান্ত হয়। প্রতিনিধি দলটি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় থাকবে।

বৈঠক সূত্র বলছে, প্রাথমিক আলোচনায় অবৈধ ৯৩ হাজার বাংলাদেশিকে ফেরাতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। এ সংক্রান্ত এসওপি’র খসড়ায় ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরাতে তাদের নাগরিকত্ব যাচাই-বাছাইয়ে যৌক্তিক সময় প্রস্তাব করেছে ঢাকা। ইইউ প্রতিনিধি দলও এই প্রস্তাব মেনে নিয়েছে।

এ জাতীয় আরও খবর