g ঘূর্ণিঝড় ইরমায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ইরমায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৭, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ইরমা’র আঘাতে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরমা এন্টিগুয়া ও বারবুডায় শুরুতেই আঘাত হানে।

তারপর ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে ধীয়ে যায় ফরাসীদের দ্বীপ সেন্ট মার্টিন ও সেন্ট বার্টসের দিকে। এন্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ ঘূর্ণিঝড়ে তাদের দেশে ঝড়ে অন্তত একজন নিহত হয়েছে আর দেশটির প্রায় ৯০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবুডায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বীকারও করেছেন এন্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জাস্টিন ব্রাউনি।

এদিকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, সেন্ট মার্টিন ও সেন্ট বার্টস-এ ক্ষতির মাত্রাটা ব্যাপক। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঝড়ের কারণে বন্যা হয়েছে এবং দ্বীপের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর