g দুবাই পুলিশের উড়ন্ত মোটরবাইক! (ভিডিও) | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৭ই অক্টোবর, ২০১৭ ইং ২রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

দুবাই পুলিশের উড়ন্ত মোটরবাইক! (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৪, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার প্রযুক্তি কোম্পানি হোভারসার্ফ দুবাই পুলিশের জন্য স্কর্পিয়ন নামের উড়ন্ত মোটরবাইকের ডিজাইন করেছে। ল্যাম্বোরঘিনি পেট্রোল কার, সেলফ-ড্রাইভিং রোবট ও অ্যান্ড্রয়েড অফিসারের পর দুবাই পুলিশের আধুনিক যানবাহন এ উড়ন্ত মোটরবাইক।

উড়ন্ত মোটরবাইকটি চারটি পাখার ওপর ভর করে যানটি শূন্যে অবস্থান করবে। ২৫ মিনিট ধরে ঘণ্টায় ৪০ মাইল বেগে স্বয়ংক্রিয়ভাবে চলা যানটির একটি সিটে ৬০০ পাউন্ড ওজন বহন করা যাবে। এ বছর টেক-শোতে প্রদর্শনের পরপরই দুবাই পুলিশ ‘স্মার্ট সিটি’পরিকল্পনায় এটি যোগ করবে।

হোভারসার্ফ সিইও আলেকজান্ডার আটামানভ তার ফেসবুক পেজে লিখেছেন, দুবাই পুলিশের সঙ্গে আমরা একটি সমঝোতা স্মারক সই করেছি। তারা দুবাইয়ে এই যানের প্রসার বাড়ানোর আমন্ত্রণ জানিয়েছে।

দুবাইয়ের গিটেক্স টেকনোলজি শোতে জাপানের কোম্পানি মিকাসার একটি নতুন ইলেক্ট্রনিক মোটরবাইকের ধারণা থেকে নির্মিত স্কর্পিয়ন প্রদর্শিত হয়।

এ জাতীয় আরও খবর