g প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান : মওদুদ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৭ই অক্টোবর, ২০১৭ ইং ২রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান : মওদুদ

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৪, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : সরকার বিচার বিভাগের মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার রাতে) প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণ হয়েছে, তিনি কখনো অসুস্থ ছিলেন না।

প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সরকার অপমানিত করেছে। বিচার বিভাগের মর্যাদা ও সুনাম সরকার ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে এর প্রতিক্রিয়া হবে গভীর। ‘

আজ শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘একটি রায়কে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া হলো তাতে বোঝা যায় এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনে বিশ্বাস করে না। ‘

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে প্রধান বিচারপতির দেওয়া লিখিত বিবৃতির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান বিচারপতি লিখিত যে বিবৃতি দিয়ে গেছেন, তাতে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি অনেক সত্য কথা বলে গেছেন। ‘

তিনি আরো বলেন, ‘প্রধান বিচারপতি বিব্রত হওয়ার কারণে বিদেশ চলে গেছেন, যা চমৎকার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’ প্রসঙ্গত, শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লিখিত এক বিবৃতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ, তবে একটি রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সমালোচনায় তিনি ‘বিব্রত’।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর