g ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংর্ঘষে আহত ৩০ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৭ই অক্টোবর, ২০১৭ ইং ২রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংর্ঘষে আহত ৩০

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৪, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চাপুইর গ্রামে শনিবার দু’গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের চাইপুর গ্রামের আকরব বাড়ির অটোরিকশা চালক রফিকুল ইসলামের গাড়ি চিনাইর বাজার এলাকায় একই গ্রামের ভূঁইয়া বাড়ির ইসরাইল ভূঁইয়াকে (২০) ধাক্কা দেয়। এতে ইসরাইল সামান্য আহত হন। এ ঘটনার পর শনিবার সকালে অটোরিকশা চালক রফিকুল ইসলাম চাপুইর বাজারে গেলে ভূঁইয়া বাড়ির লোকজন তাকে মারধর করেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে চাপুইর বাজারের পূর্ব পার্শ্বে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০জন আহত হন।

আহতদের মধ্যে হিমেল, শাহ আলম, পারভেজ, হেলাল, মনির, রফিক, ইব্রাহিম, জাহাঙ্গীর, খোকন, উজ্জল, অপূর্ব, কবির, আঁখি, বাবলু, শাফি মিয়া, সুহেল, ইসরাইল, এমদাদ, আজমাঈন, মোজাম্মেল, মামুন, এবায়দুল, আলকু, বাবলু, রফিক, নুরু, আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্হিতি পুরোপুরি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি।

এ জাতীয় আরও খবর

  • উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নিন : ল্যামবার্টউগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নিন : ল্যামবার্ট
  • সরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরাসরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরা
  • যেসব অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ডযেসব অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ড
  • লন্ডন গেলেন প্রধানমন্ত্রীলন্ডন গেলেন প্রধানমন্ত্রী
  • রাবি অধ্যাপক হত্যা : মন্ত্রীদের আশ্বাসে আন্দোলন স্থগিতরাবি অধ্যাপক হত্যা : মন্ত্রীদের আশ্বাসে আন্দোলন স্থগিত
  • মালয়েশিয়ায় নির্মাণ প্রতিষ্ঠান ধসে চাপা পড়েছেন বাংলাদেশী ৩ শ্রমিকমালয়েশিয়ায় নির্মাণ প্রতিষ্ঠান ধসে চাপা পড়েছেন বাংলাদেশী ৩ শ্রমিক
  • জুলহাজ-তনয় হত্যার ঘটনায় ১জন গ্রেফতার
  • ‘ভুয়া’ বিরোধী দল সরকারের জন্য বোঝা হয়ে উঠছে-আসাদুজ্জামান রিপন‘ভুয়া’ বিরোধী দল সরকারের জন্য বোঝা হয়ে উঠছে-আসাদুজ্জামান রিপন
  • বাংলাদেশের কৃষি​ ইনফাস্ট্রাকচার, ব্যবস্থাপনা এবং ​কৃষি পণ্যের দাম বৃদ্ধি
  • একটি মহল নারী অগ্রযাত্রা ব্যাহত করতে ভুল ব্যাখ্যা দেয় -মোকতাদির চৌধুরী
  • অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দলঅবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল
  • সাম্প্রতিক ভু রাজনৈতিক পরিবর্তন -বাংলাদেশ ভারত, চীন ও যুক্তরাষ্ট্র।