g অভিনয় করতে গেলে লজ্জাহীন হতে হয় : বিদ্যা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৭ই নভেম্বর, ২০১৭ ইং ৩রা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

অভিনয় করতে গেলে লজ্জাহীন হতে হয় : বিদ্যা

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৩, ২০১৭
news-image

---

বিনোদন ডেস্ক : যে কোনো অভিনেতার কাছেই লজ্জাহীন হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বলিউড ডিভা বিদ্যা বালান।

নোদিয়ায় একটি অনুষ্ঠানে নায়িকা এ মন্তব্য করেন।

তিনি বলেন, অভিনয় করতে গেলে অবশ্যই লজ্জাহীন হতে হবে। তা ছাড়া নির্ভীক ও বিন্দাসও হওয়া দরকার।

বিদ্যা বালান বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘তুমহারি সুলু’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ১৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিভানি। যেখানে একজন গৃহিণী কীভাবে তার স্বামী এবং সন্তানদের সঙ্গে জীবনযাপন করেন তা দেখানো হবে।

সিনেমা সম্পর্কে বিদ্যা বলেন, মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে এ সিনেমা তৈরি। সুলু একজন খুবই উদ্যমী নারী। যে সব কিছুই করতে চায়। সিনেমা দেখার পর মানুষ হাসিমুখে হল ছাড়বে।

সিনেমার কালেকশন নিয়ে মোটেও চিন্তা করছেন না তিনি।

বিদ্যার মতে, যদি একটি সিনেমা মানুষের হৃদয় স্পর্শ করে বা মন জয় করে, তা হলেই সেই ছবি সফল। তারপর যদি সেই ছবি থেকে প্রযোজক কিছু টাকা আয় করতে পারে তা হলে সেটি সুপারহিট।

বলিউডে যারা আসতে চান তাদের উদ্দেশে বিদ্যা বলেন, সফলতা কেউ এনে দেবে না। নিজের রাস্তা নিজেকেই খুঁজে বের করতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে সফলতার সবচেয়ে বড় গুণ হল নিজের আত্মবিশ্বাস। দুনিয়ানিউজ।

এ জাতীয় আরও খবর

  • চার বছর নিষিদ্ধ কুশল পেরেরা
  • খুনের ঘটনায় লেবাননে আটকা পড়েছেন মমতাজ
  • ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি সরব হয়ে উঠেছে
  • দুধ-ডিমের বাইরে শিশুকে যে ১১টি খাবার খাওয়ানো উচিৎ
  • প্রেম, বিয়ে, দাম্পত্য ও পরকীয়া সবই বলে দিবে হাত
  • দুবাইয়ে ২ বাংলাদেশির মৃত্যু
  • ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলেন সামারাবিরা
  • ট্রানজিট, অল্প দামে স্বাধীনতা বিক্রি : রিজভী
  • রোমান্সে ঐশ্বরিয়া-রণবীর [ভিডিও]
  • ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গণকবরের নামফলক উদ্বোধণ
  • চলন্ত ট্রেনকে নিয়ে সেলফি, প্রাণ গেল স্কুলছাত্রের
  • সরাইলের মহাসড়কে পুলিশের বাণিজ্য