সোমবার, ২৭শে নভেম্বর, ২০১৭ ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

নেইমার-কাভানিতে পিএসজির গোল উৎসব

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৩, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : লিগের এখনো এক মৌসুম শেষ হয়নি নেইমারের। এরই মধ্যেই নেইমার নাকি ফ্রান্স ছেড়ে রিয়ালে ফিরছেন। গত কয়েক দিন ধরেই এ খবর ছড়িয়ে পড়েছে। এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে গতকালকের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেললেন নেইমার। গোল করলেন ও করালেন।

গতকাল বুধবার রাতে তার অসাধারণ নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেল্টিককে একেবারেই উড়িয়ে দিয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি। জিতেছে ৭-১ গোলে। এ ম্যাচে পিএসজির জয়ে নেইমার ছিলেন বেশ উজ্জ্বল। তিনি জোড়া গোল করেন, সঙ্গে জোড়া গোল করলেন কাভানিও।

এদিন বিশাল জয় পেলেও ম্যাচের প্রথম মিনিটেই গোল খেয়ে বসে পিএসজি। কর্নার থেকে মুসা দেম্বেলের শট কাভানির গায়ে লেগে পিএসজির জালে জড়ায় বল।

এর পরই জ্বলে ওঠেন নেইমার। ম্যাচের নবম মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরান তিনি। মিডফিল্ড থেকে পাওয়া একটি বল নিয়ে তিনি বক্সের সামনে থেকে চমৎকার শটে প্রতিপক্ষের জালে বল পাঠান (১-১)।

এই ব্রাজিলীয় ফরোয়ার্ড অল্প কিছুক্ষণ পর দলকে এগিয়েও দেন । ২২ মিনিটে মার্কো ভেরাত্তির সঙ্গে পাস দেওয়া-নেওয়া করে প্রতিপক্ষের সীমানায় ঢুকেই কোনাকুনি শটে দলের পক্ষে এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি বার্সা ছেড়ে আসা এই ফরোয়ার্ড। আসরে এটি তাঁর ষষ্ঠ গোল।

এর পর শুরু হয় কাভানির পালা। আলভেসের ক্রসে নেইমারের গায়ে লেগে বল পেয়ে যান এই উরুগুয়ের স্ট্রাইকার, আলতো টোকায় তিনি সেল্টিক জালে বল পাঠাতে মোটেও ভুল করেননি।

৩৫ মিনিটে এমবাপে পিএসজির পক্ষে চতুর্থ গোল করেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

প্রথমার্ধের খেলার শেষ হওয়ার পরও একই রূপে ছিল ফরাসি ক্লাবটি। পরবর্তী সময়ে আরো তিনটি গোল আদায় করে নেয় তারা। ৭৫ মিনিটে ভেরাত্তি, ৭৯ মিনিটে করেন কাভানি এবং শেষ মুহূর্তে আলভেস একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

পিএসজি এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে শীর্ষে থেকেই নকআউট পর্বে ওঠে। এই গ্রুপ থেকে বায়ার্ন মিউনিখ ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

এ জাতীয় আরও খবর

  • আখের রসের স্বাস্থ্য ‍উপকারিতা
  • লিভ টুগেদারে আপত্তি নেই
  • বিয়েতে অনিহা প্রিয়াঙ্কার
  • ভোট গণনাকালে গুলিতে নিহত ২
  • অপেক্ষার প্রহর শেষ হবে আর্জেন্টিনার?
  • মালয়েশিয়ায় অনলাইন সাংবাদিককে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাই
  • ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • শনিবার ২ জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী
  • করণের ব্যাগের দাম শুনে চমকে উঠতে পারেন আপনিও
  • মাগুরায় ব্যাংকের ভেতরে ছিনতাইয়ের শিকার হলেন গ্রাহক
  • হামলা থেকে রক্ষা পেলেন মোশাররফ
  • বুবলী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

এ জাতীয় আরও খবর

  • আখের রসের স্বাস্থ্য ‍উপকারিতা
  • লিভ টুগেদারে আপত্তি নেই
  • বিয়েতে অনিহা প্রিয়াঙ্কার
  • ভোট গণনাকালে গুলিতে নিহত ২
  • অপেক্ষার প্রহর শেষ হবে আর্জেন্টিনার?
  • মালয়েশিয়ায় অনলাইন সাংবাদিককে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাই
  • ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • শনিবার ২ জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী
  • করণের ব্যাগের দাম শুনে চমকে উঠতে পারেন আপনিও
  • মাগুরায় ব্যাংকের ভেতরে ছিনতাইয়ের শিকার হলেন গ্রাহক
  • হামলা থেকে রক্ষা পেলেন মোশাররফ
  • বুবলী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে