বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০১৭ ইং ১৬ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতে ৮ গাধাকে ৪ দিনের কারাদণ্ড

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৮, ২০১৭

---

ভারতে ৮টি গাধাকে ৪ দিনের কারদ- দিয়েছে দেশটির একটি কারাকর্তৃপক্ষ। সোমবার উত্তর প্রদেশের জালান জেলার উরাই কারাগারে গাধাগুলোকে বিচারের মুখোমুখি করা হয়। কারাগারের আঙিনার খুব ব্যয়বহুল কিছু গাছের চারা ধ্বংস করায় সেই অনুপাতে তাদের শাস্তি নির্ধারিত হয়।

জানা গেছে, দ-প্রাপ্ত গাধারা প্রায় চারদিন ধরে নিয়মিত এই কর্মকান্ড করে আসছিলো। কর্তৃপক্ষ জানায়, ওই চারাগুলোর পেছনে তারা ইতোমধ্যে প্রায় লাখ টাকা খরচ করেছে।

কারাগারের প্রধান কন্সটেবল আর কে মিশ্র বলেন, ‘এই গুন্ডা গর্দভগুলো এমন কিছু ব্যয়বহুল গাছপালা ধ্বংস করেছে, যেগুলি আমাদের জ্যেষ্ঠ অফিসাররা কারাগারের ভেতরে রোপণ করেছিলেন।’

এ বিষয়ে উত্তর প্রদেশের পুলিশ জানায়, গাধাগুলোকে আটকের বিষয়ে তারা কিছু জানেনা। পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষই দেখেছে।

মজার বিষয় হচ্ছে, স্থানীয় একজন রাজনীতিবিদ গাধাগুলোকে জামানতের বিনিময়ে জামিনের ব্যবস্থা করেন। এরপর তাদেরকে স্বসম্মানে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এদিকে গাধাগুলোকে ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট মালিক অপেক্ষা করছিলেন। গাধার মালিক কমলেশ বলেন, ‘আমি এখানে এসেছি মূলত আমার গাধাগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য।

এনডিটিভি