শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

উপসচিব হিসেবে ৪২৬ কর্মকর্তাকে পদোন্নতি

উপসচিব হিসেবে জনপ্রশাসনের ৪২৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বর্তমান সরকারের মেয়াদে ষষ্ঠ দফায় এই বড় ধরনের পদোন্নতি পেলেন জনপ্রশাসনের কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোট ২টি প্রজ্ঞাপনে ৪২৬ জন জেষ্ঠ্য সহকারী সচিবকে পদোন্নতি দেয়া হল।

মঙ্গলবার রাতে তাদের পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে ৩৯১ জন এবং পৃথক আরেকটি প্রজ্ঞাপনে (যারা বিদেশে কর্মরত) ৩৫ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

রেওয়াজ অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে আলাদা আদেশে এই কর্মকর্তাদের পদায়ন করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, উপসচিবের স্থায়ী পদ আছে প্রায় সাড়ে আটশ’। নতুন এই পদোন্নতির ফলে এখন উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৫ জন।

এর আগে, গত ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং তারও আগে ১১ ডিসেম্বর সরকার ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়।

এছাড়া গত ২৩ এপ্রিল প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। গত বছরের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদেও ৫৩৬ জন কর্মকর্তা পদোন্নতি পান।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপি নেতা বহিষ্কার

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

তামিম ব্যর্থ, পেশাওয়ারকে হারাল মুলতান

চালের দাম আরেক দফা বাড়লো

ক্যান্সারের সঙ্গে লড়তে সক্ষম কালো টমেটো

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ আর নেই