শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

‘উচ্চ আদালতে সবক্ষেত্রে বাংলা ব্যবহারের উদ্যোগ নেব’

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, উচ্চ আদালতের রায় এখন বাংলায় হচ্ছে। অন্যান্য বিষয়ও বাংলা করা সম্ভব। উচ্চ আদালতে সবক্ষেত্রে যাতে বাংলা ভাষা বেশি ব্যবহার করা হয় সে বিষয়ে উদ্যোগ নেব।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।

এদিকে সকালে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার চালু করা উচিত। প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের মানসিকতা থাকলে এটা বাস্তবায়ন করা সম্ভব।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

চালের দাম আরেক দফা বাড়লো

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ আর নেই

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহক হয়রানি চরমে

যে কারণে ভারতের পরিবর্তে চীনের পক্ষে ডিএসই

হজে অনিয়ম, প্রতারণা: ২১ এজেন্সিকে অব্যাহতি

আমেরিকা কথা না রাখায় পরমাণু সমঝোতায় লাভ হয়নি : ইরান