মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক উদ্ধারের তথ্য গোপনের দায়ে এসআইসহ ৬ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের সাব ইন্সপেক্টর সহ ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদক দ্রব্যের একটি চালান উদ্ধার পরবর্তী  তথ্য গোপনের অভিযোগে  তাদেরকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়। পুলিশে একটি সূএ জানিয়েছেন, প্রশাসনিক কারনে তাদেরকে সাময়িক বরখাস্ত   করা হয়েছে। এরা হলো কসবা থানার সাব ইন্সপেক্টর শ্যামল মজুমদার ও মনির হোসেন, এ,এস,আই ফারুক ও সালাউদ্দিন, কনষ্টবল শাহজাহান ও কাসেম।
পুলিশের সূত্র জানায়, মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে ২ টি প্রাইভেটকার মাদকসহ উদ্ধার করে তারা। এতে গাঁজাসহ বিভিন্ন মাদক ছিল। মাদক চালান উদ্ধার পরবর্তীতে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে। পরে তাদের দায়িত্ব সাময়িক বরখাস্ত করা  হয়েছে ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মহিউদ্দিন জানান, ব্রাহ্মনবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন প্রদান করে একটি  তদন্ত  কমিটি ঘটনা করা হয়েছে।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীকে মানবাধিকার কমিশনের চিঠি

চীনে ১০ ট্রিলিয়ন ডলারের ‘ছায়া ব্যাংক’ বিরোধী অভিযান

নাসিরনগর বুরুঙ্গা গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

যুদ্ধ-বিধ্বস্ত কাবুলে শিশুদের জন্য প্রথম ভ্রাম্যমাণ লাইব্রেরি!

আ.লীগের কাছে ১৯৪ আসন চায় শরিকরা