মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

মানুষ বড় কষ্টে আছে তার প্রতি খেয়াল নেই, ক্ষমতায় থাকাই সরকারের উদ্দেশ্য- এরশাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, কত মানুষ খুন ও গুম হয়েছে তার কোনো ঠিকানা নেই, ক্ষমতায় থাকতে হলে মানুষের ভালবাসা অর্জন করতে হয়। তিনি বলেন মানুষ বড় কষ্টে আছে তার প্রতি খেয়াল নেই, ক্ষমতায় থাকায় সরকারের উদ্দেশ্য।

তিনি আরো বলেন উপ-নির্বাচনের জয় পরাজয়ে সরকার পরিবর্তন হবে না। তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য বলেন সুষ্ঠু নির্বাচন দিয়ে ,নিরপক্ষতা প্রমাণ করুন। তিনি বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয় পার্টির তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় সংসদ সদস্য এড.জিয়াউল হক মৃধার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব এবি এম রুহল আমিন এমপি।

প্রেসিডিয়াম সদস্য ও বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, আবুল হোসেন বাবলা এমপি, এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, রেজাউল ইসলাম ভূঁইয়া সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাজেটের আকার যত বড় হবে জনগণের উপর করের বোঝা তত বাড়বে : রাজেকুজামান রতন

বুধবার তাঁতী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৪ জুনের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের আহবান শ্রম প্রতিমন্ত্রীর

এবার কারাগারে মাদকবিরোধী অভিযান, চাকরিচ্যুতসহ ১৪ রক্ষীকে বদলি

মানহানীর ২ মামলায় খালেদা জিয়ার জামিনের সিদ্ধান্ত বৃহস্পতিবার

নাসিরনগর বুরুঙ্গা গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন