মঙ্গলবার, ২০শে মার্চ, ২০১৮ ইং ৬ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতের কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গুলি : নারী ও শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোঁড়া গুলিতে পাঁচ জন কাশ্মীরী মারা গেছেন৷ রবিবার ভোরে কাশ্মীরের পুঞ্চ সেক্টরের বালাকোটে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারত।

ভারতীয় গণমাধ্যম জানায়, সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ রবিবার ভোরে সীমান্তের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে গোলাবারুদ ছোঁড়া হয়। এতে পাঁচ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে তিনজন শিশু ও একজন নারী রয়েছেন। আহত হন আরো দুজন।

জানা গেছে, কোনোধরনের প্ররোচনা ছাড়াই গুলি ছোঁড়া হয়েছে। এই ঘটনায় পাঁচ জনের সাথে-সাথে মৃত্যু হয়েছে৷ সকলেই স্থানীয় বাসিন্দা এবং একই পরিবারের সদস্য৷

এদিকে, কাশ্মীরের ডিজিপি এসপি বৈদ জানিয়েছেন, আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে৷ একইসঙ্গে পাকিস্তানি সেনাদের পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারত৷ এখনও চলছে গোলাগুলি। সূত্র: এনডিটিভি

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

৭ দেশের বিমান মহড়ায় অংশ নিল ইসরায়েল ও আমিরাত

সৌদি বিমানবন্দরগুলোর নিরাপত্তায় ইসরায়েলি কোম্পানী

বিদেশি নর-নারী বিয়েতে নতুন শর্ত দিল সৌদি আরব

এবার অস্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ!

মালিতে জাতিগত সহিংসতায় নিহত ৮

বিশ্বের যে সাতটি দেশে মার্কিন সেনারা সবচেয়ে বেশি তৎপর