সোমবার, ৩০শে এপ্রিল, ২০১৮ ইং ১৭ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

আরেকটু আত্মবিশ্বাস পেলে মোস্তাফিজ আরও ভালো করবে : সাকিব

স্পোর্টস ডেস্ক : ছয় ম্যাচের পাঁচটি হেরে অনেকটা খাদের কিনারে অবস্থান করছে মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে দলটি। পরের রাউন্ডে যেতে কমপক্ষে চারে থেকে শেষ করতেই হবে তাদের। দল আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও হতাশ করেননি টাইগার তারকা মোস্তাফিজ। ৬ ম্যাচে ৮.৩৪ গড়ে নিয়েছেন ৭ উইকেট। মোস্তাফিজের এমন পারফরমেন্সে খুশি আইপিএলে খেলা বাংলাদেশের আরেক তারকা সাবিক আল হাসান। জানালেন আরেকটু আত্মবিশ্বাস পেলে মোস্তাফিজ আরও ভালো করবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমাদের সঙ্গে দুই ম্যাচ হারলেও মোস্তাফিজ খারাপ বোলিং করেনি। তবে আরও ভালো করতে পারত। সময় অবশ্য আছে, আরেকটু আত্মবিশ্বাস পেলে আরও ভালো করবে।’

জাতীয় দলে মোস্তাফিজের পারফরমেন্স আর মুম্বাইয়ের মোস্তাফিজকে নিয়ে সাকিব আরও বলেন, ‘জাতীয় দলে মোস্তাফিজ ভালো বল করে। আর এর কারণ এখানে সবকিছুই ওর চেনা। এছাড়া সবাই ওকে চেনে, ওর ধরন জানে। কিন্তু মুম্বাই ওর নতুন দল। আর নতুন দলে ওর মানিয়ে নিতে একটু সময় লাগবে। সঙ্গে দলেরও নতুন এই ক্রিকেটারকে বুঝতে একটু সময় লাগবে।’

নতুন দলের সঙ্গে মোস্তাফিজের মানিয়ে নেয়াকে চ্যালেঞ্জ হিসেবেই দেখেছেন সাকিব। তিনি বলেন, ‘মোস্তাফিজের জন্য এটাই চ্যালেঞ্জ। সঙ্গে শেখার সুযোগও আছে। ভিন্ন ভিন্ন পরিবেশের সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নিবে ততই শিখবে।’

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

হ্যাটট্রিক দিয়েই বার্সেলোনাকে চ্যাম্পিয়ন বানালেন মেসি

চুপিসারে ‘বাগদান’ সারলেন রোনালদো!

টেস্ট নয়, লক্ষ্য বিশ্বকাপ : মাশরাফি

সমালোচনার জবাব দিলেন ইমাম

লিনের ব্যাটে কলকাতার জয়

সাকিবরা দেখালেন টি-টোয়েন্টি বোলারদের খেলা