বুধবার, ৯ই মে, ২০১৮ ইং ২৬শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

প্রান্তিক অঞ্চলে চিকিৎসাসেবা দিতে ড্রোন তৈরি করলো নেপাল

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছাতে ড্রোন তৈরি করেছে হিমালয় কন্যা নেপাল। দেশটির জনপ্রিয় সামাজিক উদ্যোক্তা মহাবীর পান পরিচালিত উদ্ভাবনী সংস্থা ন্যাশনাল ইনোভেশন সেন্টার(এনআইসি) জানিয়েছে, তারা এমন ড্রোন তৈরিতে সক্ষম হয়েছেন যা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারবে।

সংস্থাটি জানায়, খুব শীঘ্রই তারা এই ড্রোনের ব্যবহার শুরু করবেন।

সংস্থাটির মহাপরিচালক মহাবীর পান বলেন, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা দুই ধরণের ড্রোন তৈরি করেছেন। এদের মধ্যে রয়েছে ৮ ডানার কোয়াডকপ্টার এবং দুই ডানার সাধারণ এরোপ্লেন আকৃতির ড্রোন। গবেষণাগারে সফল উড্ডয়ন সম্পন্ন করবার পর এপ্রিলের শেষেই ড্রোনগুলি মোতায়েন করা হবে।

প্রত্যন্ত অঞ্চলে জরুরী ঔষধ পৌঁছে দেবার পাশাপাশি এই ড্রোনগুলি কোন মহামারির সময় স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে রুগীদের মূত্রের নমুনাও সংগ্রহ করতে পারবে। মহাবীর পান জানান, এই লক্ষ্যে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। কোন অঞ্চলগুলিতে ড্রোনসেবা দেয়া অধিক জরুরী তা খতিয়ে দেখে তালিকা তৈরি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাই রিপাবলিকা

Print Friendly, PDF & Email