বুধবার, ৯ই মে, ২০১৮ ইং ২৬শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া চার স্কুল এসএসসি ফলাফল শতভাগ, মহিলা মাদ্রাসায় সবাই ফেল

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার ফজলুল হক মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল করেছে।
এদিকে এসএসসি পরীক্ষায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। তবে জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার এবং জিপিএ-৫ এগিয়ে রয়েছে।

রোববার  দুপুরে দেড়টার দিকে সব বিদ্যালয়ে এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। জেলা শহরের বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, উইজডম স্কুল অ্যান্ড কলেজ, চাপৈর আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের পাসের হার শতভাগ।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজে ১৭৩ পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৫৮ জন, উইজডম স্কুলে ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। চাপৈর আজিজুল হক উচ্চ বিদ্যালয়ে ৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ জন। অন্নদা স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন জানান, ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে আগামী দিনে জিপিএ-৫ আরো বেশি পাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল রাশেদ  জানান, জেলায় একটি মাদ্রাসায় শতভাগ ফেল করেছে। তবে কত জন পরীক্ষার্থী অংশ নিয়েছে সে বিষয়ে তার কাছে তথ্য নেই।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ২১ জনের

ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ১৮ চালকে জরিমানা,  ৫ টি গাড়ী আটক 

পুতিনকে টপকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শি জিং পিং

গণিত ও ইংরেজির উপর জোর দিতে হবে

১০ মে-তেই মহাকাশে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশু পেল মায়ের কোল