বুধবার, ৯ই মে, ২০১৮ ইং ২৬শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

রিয়ালের বিপক্ষে মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : রিয়াল-বার্সা ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সমর্থকরাও অধীর আগ্রহে থাকে দুর্দান্ত কিছু মুহূর্তের সাক্ষী হতে। মৌসুমের শেষ এল ক্লাসিকোতে কি ছিল না। দুর্দান্ত গোল, অসাধারণ পাসিং, স্পোর্টসম্যানশিপ, হলুদ কার্ড, লাল কার্ড পাশাপাশি দু’দলের খেলোয়াড়দের মারামারি। উত্তেজনা ছড়ানো ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ পর্যন্ত ২-২ গোল ড্র করে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ম্যাচ ড্র হলেও রিয়ালের বিপক্ষে নতুন এক রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সার প্রাণ ভোমরা মেসি। লা লিগার ইতিহাসে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এল ক্লাসিকোর হওয়া ম্যাচগুলোয় সর্বোচ্চ গোলের মালিক এখন আর্জেন্টাইন তারকা।

নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সুয়ারেজ। তবে চার মিনিট পরই দলকে সমতায় ফেরান রোনালদো। কাউন্টার অ্যাটাক থেকে বেনজেমার হেডে বাড়ানো বল জালে জড়ান এই তারকা। ম্যাচের ৪৩ মিনিটে নাভাসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি।

তবে ম্যাচের ৫৩ মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি রেকর্ডটি গড়েন মেসি। ক্যাম্প ন্যুতে লিগ ক্লাসিকোয় এটা মেসির সপ্তম গোল। এ গোল দিয়ে ফ্রান্সিসকো জেন্তোর গড়া ছয় গোলের রেকর্ড নিজের করে নেন মেসি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

কারিগরি শিক্ষা বিকাশে ‘শুভেচ্ছা দূত’ মাশরাফি

সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ২১ জনের

বাংলাদেশকে রুখতে মুশতাককে নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ

‘ভাইজান এলো রে’ বিতর্কে চলচ্চিত্রপাড়ায় ক্ষোভ

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ ওয়ার্ক পারমিট দেবার প্রস্তাব

মাশরাফিকে শুভেচ্ছা দূত হিসেবে চায় কারিগরি বোর্ড