মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

আখাউড়ায় হচ্ছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট

অচিরেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টটি ইন্টিগ্রেটেড বা সমন্বিত চেকপোস্ট হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এর মাধ্যমে দুদেশের যাত্রীরা এক ভবনেই কাস্টমস্ ও ইমিগ্রেশনসহ যাবতীয় সেবা পাবেন।বুধবার বেলা ১১টায় আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের দেড়শো গজের মধ্যে কোনো স্থাপনা করার ক্ষেত্রে উভয় পক্ষের একটা বাধা থাকে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। অবিলম্বে বিষয়টি সমাধানের দিকে যাবে। এটি সমাধান হলেই চেকপোস্টটি ইন্টিগ্রেটেড বা সমন্বিত চেকপোস্ট হয়ে যাবে। এর মাধ্যমে একটি ভবন থেকেই যাত্রীরা সব ধরণের সেবা পাবেন।

এ সময় বিভাগীয় কমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তরা।

Print Friendly, PDF & Email