রবিবার, ২৭শে মে, ২০১৮ ইং ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

সৌদি ও আমিরাতের কাছে রিয়েল এস্টেট ব্যবসায় ১’শ মিলিয়ন ডলার চান কুশনার

হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টা জ্যারেদ কুশনার তার রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘ক্যাডরে’এর জন্যে সৌদি আরব ও আমিরাতের কাছে সহজ শর্তে ১’শ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চেয়েছেন। ‘ক্যাডরে’র এক শীর্ষ কর্মকর্তা গত কয়েক মাস ধরে সফ্ট ব্যাংক ভিশন ফান্ড থেকে এধরনের ঋণ পাওয়ার জন্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ওই ফান্ডে আমিরাত ইতিমধ্যে ১৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। কুশনারের ২৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে ‘ক্যাডরে’তে। এ প্রতিষ্ঠানটিতে কুশনারের ছোট ভাই জোশ ও তার হার্ভার্ডের সহপাঠী রিয়ান উইলিয়ামস’এর বিনিয়োগ রয়েছে। তবে তারা বলছেন কুশনার অবশ্য এধরনের ঋণ পেতে সৌদি বা আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেননি। এ দুটি দেশে জাপানের সফট ব্যাংকের শাখা থেকে ঋণ চাচ্ছে ‘ক্যাডরে’। তবে সফট ব্যাংকের ওই ভিশন ফান্ডের একজন মুখপাত্র এ্যান্ড্রু কোভাকস এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আরব বিজনেস

আরও : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্পিকার হলেন আয়াছ মিয়া

২০১৬ সালে সফট ব্যাংক গ্রুপ করপোরেশনের প্রধান নির্বাহী মাসেয়োশি সন ভিশন ফান্ড গড়ে তোলেন। তবে ‘ক্যাডরে’ সঙ্গে সংশ্লিষ্ট ও ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা থেকে এধরনের ঋণ গ্রহণে প্রভাব বিস্তারের বিষয়টি নীতিগত বিষয়ে বহুবিধ আগ্রহের দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। এছাড়া সৌদি আরব ও আমিরাতের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় জ্যারেদ কুশনার সরাসিরি জড়িত থাকায় এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনার পর এধরনের ঋণ পাওয়ার ক্ষেত্রে এক জটিলতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা বলছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

চাঁদে পা রাখা মহাকাশচারী অ্যালান বিন আর নেই

সরকারের ইচ্ছাই পূরণ করছে ইসি

ব্রিটেনে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে গুপ্তচর হওয়ার ডাক

আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে ৪.৭ বিলিয়ন ডলার গচ্চা : মার্কিন প্রতিবেদন

ওমানে সাইক্লোন মেকুনুর আঘাতে নিহত বেড়ে ১০, মোড় নিয়েছে সৌদির দিকে

বিশ্ব কখনো দেখেনি এমন অর্থনৈতিক মন্দার আশঙ্কা পুতিনের