সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের সাথে যৌথ নৌ-মহড়ায় যোগ দেবে ভারত: মোদী

সিঙ্গাপুরের সাথে যৌথ নৌ-মহড়া চালানোর কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সিঙ্গাপুর সফররত মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিন লুংয়ের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা বলেন।

আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

বিবৃতিতে মোদী বলেন, ভারত-সিঙ্গাপুর সম্পর্ক সবসময়ই মধুর। দু’দেশের মধ্যে তাই অর্থনৈতিক সহযোগিতা আরও অনেকবেশি বাড়ানো উচিৎ। তিনি বলেন, সুসম্পর্কের ধারাবাহিকতায় ভারত খুব শীঘ্রই সিঙ্গাপুরের সাথে মিলে নৌ-মহড়ায় যোগ দেবে।

অন্যদিকে লুং বলেন, সিঙ্গাপুর ও ভারতের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। তিনি বলেন, ভারত বরাবরই সিঙ্গাপুরের পাশে বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে। আমরা তাই দেশটির প্রধানমন্ত্রীকে আতিথ্য দিতে পেরে খুবই আনন্দিত। ইয়ন নিউজ

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

স্বর্ণের দাম আগামী বছর বৃদ্ধি পাবে

গর্ভপাত! ব্রাজিলে হোয়াটসঅ্যাপ গ্রুপই এখন নারীদের একমাত্র ভরসা

সেপ্টেম্বরে রাশিয়া সফরে যাবেন কিম!

দুর্নীতির অভিযোগে নওয়াজের ভাই শাহবাজকে আদালতে তলব

বার্লিনে ছুরিধারীকে গুলি

প্রয়োজনে জাকির নায়েককে গ্রেপ্তার করবে মালয়েশিয়া