সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

কক্ষপথে সুগন্ধী ফল ‘ডুরিয়ান’ পাঠাচ্ছে থাইল্যান্ড!

থাইল্যান্ডের সুগন্ধী এক ডুরিয়ান। দেখতে অনেকটা কাঁঠালের মত এ ফল এবার কক্ষপথে যাচ্ছে! অবাক হওয়ার কিন্তু কিছু নেই। ভবিষ্যতে ভিনগ্রহে ভ্রমণের সময় মহাকাশচারীদের জন্য কোনধরণের খাবার পাঠানো যায় তা পরীক্ষা করতেই এবার এ অনন্য রেকর্ডটি গড়তে যাচ্ছে থাইল্যান্ড। তবে মাত্র পাঁচ মিনিট মহাকাশ ভ্রমণ করে এ ফলটি পৃথিবীতে ফিরে আসবে।

আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

দক্ষিণ এশিয়ার সুপরিচিত এ ফলটি যুক্তরাষ্ট্রের এক কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে এ ফলটি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ফলটি পাঠানো প্রসঙ্গে থাইল্যান্ডের জেও ইনফরমেটিকসএন্ড স্পেস টেকনোলজি ডেভেলপমেন্ট এজেন্সির মুখপাত্র বলেন, ‘প্রাথমিকভাবে আমরা এ ফলটিকে বেছে নিয়েছি, এটি ফেরত আসার পর তেমন কোনো পরিবর্তন আসবে কিনা তাই দেখার বিষয়।’

তবে এটি কোনো নতুন কোনো বিষয় নয়। ২০০৮ সালে দক্ষিণ কোরিয়া মহাকাশচারীদের জন্য তাদের দেশের বিখ্যাত খাবা ‘কিমচি’ পাঠিয়েছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

স্বর্ণের দাম আগামী বছর বৃদ্ধি পাবে

গর্ভপাত! ব্রাজিলে হোয়াটসঅ্যাপ গ্রুপই এখন নারীদের একমাত্র ভরসা

সেপ্টেম্বরে রাশিয়া সফরে যাবেন কিম!

দুর্নীতির অভিযোগে নওয়াজের ভাই শাহবাজকে আদালতে তলব

বার্লিনে ছুরিধারীকে গুলি

মাদকবিরোধী অভিযানে বিচার বিভাগীয় তদন্ত চায় নোমান