সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

চীনে বিবাহ বিচ্ছেদ করতে হলে দিতে হবে লিখিত পরীক্ষা

চীনে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না বিবাহ বিচ্ছেদ প্রবনতা। দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে এবার বিবাহ বিচ্ছেদ ঠেকাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে চীন সরকার। বিবাহ বিচ্ছেদ করতে হলে দিতে হবে লিখিত পরীক্ষা। আর এ পরীক্ষায় অনুত্তীর্ণ হলেই স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ করতে পারবেন। খবর: ডন নিউজ উর্দু

আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

চীনা গণমাধ্যমের খবরে বলা হয়, ডিভোর্স রেজিস্ট্রি অফিসকে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ কার্যকরের আগে এ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দুই পৃষ্ঠায় মোট ১৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে বিবাহ বিচ্ছেদে ইচ্ছুক দম্পত্তিকে। বিভিন্ন প্রশ্নের শূণ্যস্থান পূরণ করতে হবে তাদের। একশ নাম্বারের এ পরীক্ষায় যদি তারা ৬০ নাম্বারের বেশি পান তাদের বিয়ের বহাল রাখার নির্দেশ দেওয়া হবে। আর যদি ৬০ নাম্বার থেকে কম পান তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে তাদের সম্পর্ক চরম ঝুঁকির মুখে রয়েছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

স্বর্ণের দাম আগামী বছর বৃদ্ধি পাবে

গর্ভপাত! ব্রাজিলে হোয়াটসঅ্যাপ গ্রুপই এখন নারীদের একমাত্র ভরসা

সেপ্টেম্বরে রাশিয়া সফরে যাবেন কিম!

দুর্নীতির অভিযোগে নওয়াজের ভাই শাহবাজকে আদালতে তলব

বার্লিনে ছুরিধারীকে গুলি

প্রয়োজনে জাকির নায়েককে গ্রেপ্তার করবে মালয়েশিয়া