মঙ্গলবার, ২৬শে জুন, ২০১৮ ইং ১২ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

দুঃসংবাদ ব্রাজিলের জন্য

স্পোর্টস ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জয়ের আনন্দের ভিড়ে দলটির জন্য এলো একটি দুঃসংবাদ। ন্যক্কারজনক ঘটনার জন্য শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন (বিএফএফ) প্রধান এন্তোনিও কার্লোস নুনেজ।

ঘটনার সূত্রপাত ম্যাচ চলাকালীন। রাশিয়ার এক রেস্টুরেন্টে বসে খেলা উপভোগ করছিলেন নুনেজ। সেখানে তার সঙ্গে দেখা করতে চান এক ব্রাজিলিয়ান ভক্ত। তবে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। এতে বেজায় চটে যান ওই ভক্ত। অকথ্য ভাষায় বিএফএফ প্রধানকে গালিগালাজ করেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করায় এমনিতেও ক্ষিপ্ত ছিলেন ওই সমর্থক।

আরও : যে রং ঘুম কেড়ে নেয়!

এমন পরিস্থিতিতে নুনেজ নিজেকে সামলাতে না পেরে ভক্তকে লক্ষ্য করে গ্লাস ছুড়ে মারেন। এতে মারাত্মক জখম হন সেই সমর্থক। ঘটনা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

তবে এই হট্টগোল ফিফার কানে পৌঁছতে মোটেও বিলম্ব হয়নি। শোনা যাচ্ছে, আইনবহির্ভূত কর্মকাণ্ডের জন্য তাকে বড় শাস্তি দিতে যাচ্ছে ফুটবলের অভিভাবক সংস্থা। ফুটবলের জন্য খ্যাতিসম্পন্ন দেশের ফুটবল ফেডারেশন প্রধান হয়ে এ রকম অসদাচরণের জন্য বরখাস্তও হতে পারেন তিনি।

এরই মধ্যে নুনেজকে ব্রাজিলে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ফিফা।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

তুরস্কের রেফারি আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে

উমর আকমল ফেঁসে যাচ্ছেন ম্যাচ পাতানোর প্রস্তাবে

এখনও ইতিহাসের অমর সেই পেনাল্টি (ভিডিও)

নাটক জমিয়ে নকআউটে পর্তুগাল

অনেক নাটকীয়তার পর গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

ইরানের বিপক্ষে পর্তুগালের শক্তিশালী একাদশ