শনিবার, ৩০শে জুন, ২০১৮ ইং ১৬ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

এমপি পুত্রের গাড়ি চাপায় চালকের মৃত্যু, মামলা প্রত্যাহার করেনি পুলিশ আসামী ও গাড়ি আটকের চেষ্টা চলছে

রাজধানীর মহাখালী এলাকায় এক এমপি পুত্রের গাড়ি চাপায় সেলিম নামের এক গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় দু’পক্ষ সমঝোতা করলেও হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়িটিও জব্দ করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে গাড়িটি আটকের চেষ্টা চলছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, সমঝোতার বিষয়টি তাদের জানা নেই। আর দায়েরকৃত মামলার তদন্ত চলছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত গাড়িটি আটকের চেষ্টা চলছে।

এদিকে এমপিপুত্র সাবাব চৌধুরীর বিলাসবহুল অডি-৭ মডেলের প্রাইভেটকার চাপায় নিহত সেলিম ব্যাপারী (৫৫) মৃত্যুর ঘটনায় করা মামলা ২০ লাখ টাকার বিনিময়ে তুলে নেয়ার প্রস্তাবে রাজি হয়েছেন নিহতের পরিবার। সাবাব নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহত সেলিম ব্যাপারীর বোনের স্বামী আবদুল আলিম বলেন, সেলিমের স্ত্রী চায়না ব্যাপারীর ব্যাংক এ্যাকাউন্টে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। আর প্রতি মাসে ২০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন এমপি সাহেব। ভবিষ্যতেও পাশে থাকবেন বলেছেন।

আবদুল আলিম বলেন, গত বৃহস্পতিবার রাতে মহাখালীর ডিওএইচএসে নায়ার প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেনের উপস্থিতিতে ওই আপস বৈঠক হয়। সেলিম ব্যাপারীর পরিবারের সদস্যদের পাশাপাশি এমপি একরামুল করিমের পক্ষে কয়েকজন সেখানে ছিলেন।

নিহত সেলিম দুই যুগের বেশি সময় ধরে নাওয়ার প্রোপার্টিজের গাড়িচালক হিসেবে চাকরি করে আসছিলেন। সেই নাওয়ার প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন জানান, এমপি একরামুল করিম চৌধুরী বৃহস্পতিবার রাতে তাকে ফোন করে ‘সমঝোতার প্রস্তাব’ দিয়েছেন। এমপি চান, নিহতের পরিবারের পাশে থাকার বিনিময়ে তারা কাফরুল থানায় করা মামলা প্রত্যাহার করে নেবে। ফোনে কথা বলার পর তাদের বারিধারার অফিসে এমপি লোক পাঠিয়েছিলেন সমঝোতার বিষয়ে আলোচনার জন্য।

এর আগে গত ১৯ জুন রাত সাড়ে ১০টার দিকে মহাখালীর ফ্লাইওভারে এমপি পুত্রের গাড়ি চাপায় সেলিম ব্যাপরী নিহত হন। পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো ঘ ১৩-৭৬৫৫ নম্বরের গাড়ির ধাক্কায় সেলিম ব্যাপারী নিহত হন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বি আরটিএ) তথ্য অনুযায়ী চলতি বছরের ১৮ মার্চ গাড়িটি কেনেন তিনি।

Print Friendly, PDF & Email